বয়নামা
১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধির ২১ আদেশের ৯৪ নিয়ম অনুসারে কোনো স্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় চূড়ান্ত হলে আদালত নিলাম ক্রেতাকে নিলামকৃত সম্পত্তির বিবরণ সংবলিত যে সনদ দেন তা বায়নামা নামে পরিচিত। বায়নামায় নিলাম ক্রেতার নামসহ অন্যান্য তথ্যাবলি লিপিবদ্ধ থাকে। কোনো নিলাম বিক্রয় চূড়ান্ত হলে ক্রেতার অনুকূলে অবশ্যই বায়নামা দিতে হবে। যে তারিখে নিলাম বিক্রয় চূড়ান্ত হয় বায়নামায় সে তারিখ উল্লেখ করতে হয়।
আমার দাদার, নাম কাদিম আলী ,
উত্তরমুছুনআমার দাদার কিছু সম্পত্তি নিলামে ক্রয় করে,
১৯৩৩ ইং থেকে ১৯৩৬ ইং সনের,
কিন্তু বর্তমান সময়ের বয়নামা খুব দরকার,
কিন্তু খুঁজে পাওয়া যায় না,
এখন কি করবো বুঝতে পারছি না,
নিলাম বয়নামা পাওয়র উপায়?
উত্তরমুছুনআমার একটি বয়নামার খুব প্রয়োজন,,এখন আমি কি করব
উত্তরমুছুনভূমি মন্ত্রণালয় চলে যান
মুছুননিলাম বয়নামা পাওয়ার উপায়
উত্তরমুছুন১৯৪৩ সালে বয়নামা
উত্তরমুছুনআমার একটি বয়নামার পোরোজোন আমি কি করবো
উত্তরমুছুনছায়রা খাতুন ১৯৫৪ সাল কেস নং ৫০৩
উত্তরমুছুনছায়রা খাতুন ৪/৬ ১৯৫৫
উত্তরমুছুনছায়রা খাতুন ৪/৬ ১৯৫৫
উত্তরমুছুনসাতখিরা ২য় মুসেফি আদালত ১৯৫৪ সালের ৫০৩ নং কেস ৪/৬/১৯৫৫
উত্তরমুছুনআমি কোথায় বয়নামা পাব জানতে ছাই
উত্তরমুছুন