শনিবার, ১০ মার্চ, ২০১৮

নাল, খাস, চান্দিনাভিটি জমি

নাল, খাস, চান্দিনাভিটি জমি

নাল জমি

২/৩ ফসলি সমতল ভূমিকে নাল জমি বলা হয়।

খাস জমি

সরকারের ভূমি মন্ত্রনালয়ের আওতাধিন যে জমি সরকারের পক্ষে কালেক্টর বা ডিসি তত্ত্বাবধান করেন এমন জমিকে খাস জমি বলে।

চান্দিনা ভিটি

হাট বাজারের স্থায়ী বা অস্থায়ী অকৃষি জমির যে অংশ প্রজার প্রতি বরাদ্ধদ দেওয়া হয় তাকে চান্দিনা ভিটি বলে।

1 টি মন্তব্য:

বিশ্বের সকল দেশের মোবাইল কোড নাম্বার

   অস্ট্রিয়া (+43) অস্ট্রেলিয়া (+61) অ্যাঙ্গুইলা (+1) অ্যাঙ্গোলা (+244) অ্যান্টিগুয়া (+1) অ্যান্ডোরা (+376) আইভরী কোস্ট (+225) আইল অ...