নাল, খাস, চান্দিনাভিটি জমি
নাল জমি
২/৩ ফসলি সমতল ভূমিকে নাল জমি বলা হয়।
খাস জমি
সরকারের ভূমি মন্ত্রনালয়ের আওতাধিন যে জমি সরকারের পক্ষে কালেক্টর বা ডিসি তত্ত্বাবধান করেন এমন জমিকে খাস জমি বলে।
চান্দিনা ভিটি
হাট বাজারের স্থায়ী বা অস্থায়ী অকৃষি জমির যে অংশ প্রজার প্রতি বরাদ্ধদ দেওয়া হয় তাকে চান্দিনা ভিটি বলে।
কবরস্থান বেদখল হয়ে গেলে করনিয় কি?
উত্তরমুছুন