“দেবোত্তর” সম্পত্তি
হিন্দুধর্ম মতে, ধর্মীয় কাজের জন্য উৎসর্গকৃত ভূমিকে দেবোত্তর সম্পত্তি বলে। হিন্দু ধর্মাবলম্বী লোকজন মন্দিরের দেবতার উদ্দেশ্যে পূণ্য অর্জনের লক্ষ্যে সম্পত্তি উৎসর্গ করলে তাকে বলে দেবোত্তর সম্পত্তি। শব্দগতভাবে দেবোত্তর অর্থ দেবতার স্বত্বাধীন। দেবোত্তর একটি অর্পণ বা চিরস্থায়ী দান। ট্রাস্টের মাধ্যমেও এই দান সৃষ্টি করা যায়। তবে সেই ক্ষেত্রে সম্পত্তির মালিকানা ট্রাস্টের উপর বর্তায় এবং দেবতা হয় সুবিধাভোগী।দেবতা অদৃশ্য শক্তি হলেও বৈধ সত্তা হিসেবে সম্পত্তি ধারণ করতে সক্ষম। দেবোত্তর সম্পত্তির তত্ত্বাবধায়ককে বলে ‘সেবাইত’ সেবাইত এরুপ সম্পত্তি হস্তান্তর করতে পারেন না। দেবোত্তর সম্পত্তির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণঃ দেবোত্তর সম্পত্তির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের জন্য ধর্ম মন্ত্রনালয়ে একটি দেবোত্তর সম্পত্তি সেল গঠন করা হয়েছে। উক্ত সেল থেকে এরুপ সম্পত্তির সার্বিক তত্ত্বাবধান করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন